মহাকাশচারী ইউরি গ্যাগারিনের মহাকাশযানের নাম কী ছিল?
নোট
মহাকাশচারী ইউরি গ্যাগারিনের মহাকাশযানের নাম ছিল স্পুটনিক।
প্রথম সফল মানব মহাকাশযাত্রা হয় ১৯৬১ সালের ১২ই এপ্রিলে। ভস্টক ১ (পূর্ব ১) ২৭ বছর বয়স্ক রাশিয়ান মহাকাশচারী ইউরি গ্যাগারিনকে মহাকাশে নিয়ে যায়। এই মহাকাশযানটি প্রায় ১ ঘণ্টা এবং ৪৮ মিনিট ধরে পৃথিবীর চারদিকে একবার আবর্তন করে।