মধ্যবিষুব বলা হয় কোন দিন কে?
নোট
মধ্যবিষুব বলা হয় ২১ মার্চ দিনকে ।
সৌরপাদ বিন্দুটি দক্ষিণ গোলার্ধ ছেড়ে উত্তর গোলার্ধে প্রবেশ করার সময় যখন এটি নিরক্ষ রেখা অতিক্রম করে তখন মহাবিষুবের বিষুব ঘটে, যার অন্য নাম মার্চ বিষুব তথা উত্তরাভিমুখী বিষুব।এটি মার্চ মাসের ২১ তারিখে দিন ঘটে।