মটোরোলা (Motorola) এর প্রতিষ্ঠাতা কে?
নোট
মটোরোলা ইনকর্পোরেটেড (ইংরেজিলঃ Motorola, Inc) ইলিনয়ভিত্তিক মার্কিন বহুজাতিক টেলিকমিউনিকেশন কোম্পানি। ২০১১ সালের ৪ঠা জানুয়ারি মটোরোলা কোম্পানিটি মটোরোলা মোবিলিটি ও মটোরোলা সলিউশনস দুটি কোম্পানিতে বিভক্ত হয়। ১৯২৮ সালে পল ও জোসেফ গ্যাবলিন মিলে মটোরোলা প্রতিষ্ঠা করেন। মটোরোলা সেলুলার ট্রান্সমিশন বেইস স্টেশন এবং সিগন্যাল অ্যামপ্লিফায়ার প্রভৃতি ওয়্যারলেস নেটওয়ার্ক অবকাঠামো সরঞ্জাম নকশা এবং বিক্রয় করত। মটোরোলা পণ্যের মধ্যে রয়েছে সেট টপ বক্স, ডিজিটাল ভিডিও রেকর্ডার।