ভূত্বক কী দিয়ে গঠিত?
নোট
ভূত্বক শিলা দিয়ে গঠিত।
ভূ-ত্বক যেসব উপাদানে গঠিত তাদেরকে সাধারণভাবে শিলা বলা হয়। শিলা বলতে সাধারণভাবে কঠিন পাথরকেই বোঝায় না; কাঁদা, পলি, পাথর কাঁকড়, বালি প্রভৃতিও শিলার অন্তর্গত। অন্য কথায়, বিভিন্ন প্রকার খণিজ প্রাকৃতিক উপায়ে একত্রিত হয়ে যে পদার্থ গঠন করে তাকে শিলা বলে।