ভূতকের নিচে প্রতি কিলোমিটারে কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বাড়ে?
নোট
ভূতকের নিচে প্রতি কিলোমিটারে ৩০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বাড়ে।
ভূত্বকের তাপমাত্রা গভীরতার সাথে বৃদ্ধি পায়, নিচের দিকে যেতে যেতে ম্যান্টলের সীমানায় তাপমাত্রা ২০০ °সে (৩৯২ °ফা) থেকে ৪০০ °সে (৭৫২ °ফা) পরিসরে থাকে। ভূত্বকের ওপরের অংশে স্থানীয়ভাবে তাপমাত্রা প্রতি কিলোমিটারে প্রায় ৩০ °C (৫৪ °F) বেড়ে যায়, কিন্তুভূত্বকের গভীরে ভূতাপীয় তাপমাত্রা তুলনামূলকভাবে কম।