ভারত এর রাজধানীর নাম কি?
নোট
নতুন দিল্লি বা নয়াদিল্লি হলো ভারতের রাজধানী ও ভারত সরকারের প্রশাসনিক, আইন ও বিচারবিভাগীয় কেন্দ্র। এটি দিল্লি সরকারেরও কেন্দ্র।
নতুন দিল্লি মহানগরীয় অঞ্চলের মধ্যে অবস্থিত। এটি জাতীয় রাজধানী অঞ্চলের ১১টি জেলার মধ্যে অন্যতম জেলা। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করে। নতুন দিল্লির আয়তন ৪২.৭ কিমি২ (১৬.৫ মা২)। এই জেলা নগরাঞ্চলের একটি ক্ষুদ্র অংশ মাত্র।