ভারতবর্ষে মেয়েরা কাদের বিয়ে করতে বাধ্য হতো?
নোট
ভারতবর্ষে মেয়েরা পর্তুগিজদের বিয়ে করতে বাধ্য হতো।
পর্তুগীজ ভারত হচ্ছে ভারতবর্ষে পর্তুগিজ উপনিবেশিকতার দরুন দখলকৃত স্থানসমূহ নিয়ে গড়ে উঠা এলাকা। ইংরেজিতে পর্তুগীজ শাসসনাধীন এই এলাকার নাম হচ্ছে পর্তুগীজ ভাইসরয়াল্টি অব ইন্ডিয়া, পর্তুগীজ ভাষাতে এই এলাকার নাম হচ্ছে ভাইস-রেইনো দ্য ইন্ডিয়া পর্তুগীজ পরবর্তীতে এই এলাকার নাম সরাসরি পর্তুগীজ ষ্টেট অব ইন্ডিয়া। তাদের আগমনের প্রথম দিক থেকেই পর্তুগিজরা স্থানীয় মহিলাদের সাথে বিয়েতে আপত্তি করে নি, যদিও উচ্চপদের চাকরিগুলি পর্তুগাল থেকে আগত শ্বেতাঙ্গ পর্তুগিজদের জন্য সংরক্ষিত ছিল।