ব্রেইল পদ্ধতি কে আবিষ্কার করেন?
নোট
লুই ব্রেইল (১৮০৯-১৮৫২) ছিলেন একজন ফরাসী আবিষ্কারক। লুই ব্রেইল তিন বছর বয়সে অন্ধ হয়ে যাবার পর বিশ বছর তিনি অন্যান্য অন্ধ ব্যক্তিদেরকে শিক্ষা দিতে অগ্রসর হন। এরপর এক বছরের মধ্যে লুই ব্রেইল অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তা ও কল্যানার্থে লুই ব্রেইল "ব্রেইল পদ্ধতি" আবিষ্কার করেন। এই ব্রেইল পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে লুই ব্রেইল বৈপ্লবিক পরিবর্তন আনেন। বর্তমানে এই ব্রেইল পদ্ধতিটি বিশ্বের সর্বত্র পরিচিতি পেয়েছে এবং প্রচলিত সকল ভাষায় গ্রহণ করা হয়েছে।