আকরাম, ওমর ও কাজল তিন বন্ধু আলাদা আলাদা ব্যবসায় করেন। আকরাম তার ডিপার্টমেন্টাল স্টোরের জন্যে একটি ফ্রিজ কেনার চিন্তা করছে। মাস দুই আগে ওমর তিনটি সেলাই মেশিন নিয়ে দর্জি ব্যবসায় শুরু করে। অন্যদিকে কাজল সেলুন ব্যবসায়ের জন্যে হুইল চেয়ার ও চুল কাটার মেশিন কিনেছে।
তিন বন্ধুর ব্যবসায়ের জন্যে গৃহীত সিদ্ধান্তের উপযুক্ত মূল্যায়ন প্রক্রিয়া হবে কোনটি?