বৃক্ষরূপী নদী বিন্যাস কোথায় দেখা যায়?
নোট
বৃক্ষরূপী নদী বিন্যাস দেখা যায় মরু অঞ্চলে।
মরু অঞ্চল শব্দটার সাথে যেন মিশে আছে বালুময় জনমানবহীন এক বিস্তীর্ণ প্রান্তরের ছবি । কিন্তু মরুভূমি শুধু বালুময় নয়, হতে পারে বরফে ভরা, পাথর বা নুড়ি পাথরে ভরা বিস্তীর্ণ কোন এক এলাকা। মূলত ৫ শতাংশের কম জীববৈচিত্র্য কোন অঞ্চলে থাকলে তাকে মরুভূমি বলা হয়।