ফরিদ এন্ড কোং ১০% হারে ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন। বিনিয়োগ হতে প্রাপ্ত সুদ রেওয়ামিলের কোন দিকে বসবে?
নোট
ফরিদ এন্ড কোং ১০% হারে ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন। বিনিয়োগ হতে প্রাপ্ত সুদ রেওয়ামিলের ক্রেডিট দিকে ৫,০০০ টাকা বসবে। কারন, বিনিয়োগ হতে প্রাপ্ত সুদ একটি আয় হিসাব। আর আয় হিসাব সর্বদা ক্রেডিট প্রকাশ করে।আর তাই বিনিয়োগ হতে প্রাপ্ত সুদ রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে।
এখানে, বিনিয়োগের সুদ= (৫০,০০০*১০%) = ৫,০০০ টাকা।