“বিদ্বানকে সকলেই আদর করে” – বাক্যটি কর্মবাচ্যে কী হবে?
নোট
কর্মপদ প্রধান রূপে প্রকাশিত হলে তাকে কর্মবাচ্য বলে। এ ধরনের বাক্যে ক্রিয়াপদ কর্তা অনুযায়ী না হয়ে কর্মপদ অনুযায়ী হয় এবং কর্মপদের অনুসারী হয়।
বিদ্বানকে সকলেই আদর করে’ - বাক্যটি কর্মবাচ্যে হবে = বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন।
Minhaj
বিদ্বানকে সকলেই আদর করে’—এটি কোন বাচ্যের উদাহরণ?
Ans?