বায়ুর অক্সিজেন কোন প্রক্রিয়ায় ক্ষয়সাধন করে?
নোট
বায়ুর অক্সিজেন রাসয়নিক প্রক্রিয়ায় ক্ষয়সাধন করে।
রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ ভিন্ন পদার্থে রূপান্তরিত হয়। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলোকে বিকারক বা বিক্রিয়ক পদার্থ বা রিঅ্যাকটেন্ট বলা হয়।