বার্ষিক গতির ফলে কী হয়?
নোট
বার্ষিক গতির ফলে দিবারাত্রি হ্রাস বৃদ্ধি।
পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরত ঘুরতে সূর্যকে প্রদক্ষিন করে, এই প্রদক্ষিন করতে সময় লাগে ৩৬৫ দিন, ৫ ঘন্টা ৪৮ মিনিট, ৪৬ সেকেন্ড। এই সময় কে পৃথিবীর বার্ষিক বা পরিক্রমণ গতি বলা হয়।