বাবু বলিলেন, “বুঝেছ উপেন এ জমি লইব কিনে” – কোন উক্তি?
নোট
যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়, তাকে প্রত্যক্ষ উক্তি বলে। প্রত্যক্ষ উক্তিতে বক্তার কথা উদ্ধরণ চিহ্ন (“ / ”)-এর মধ্যে থাকে এবং বক্তার কথা উদ্ধৃত করার আগে কমা (,) ব্যবহার করা হয়। এগুলো দেখে সহজেই প্রত্যক্ষ উক্তি চেনা যায়। বাবু বলিলেন, “বুঝেছ উপেন এ জমি লইব কিনে” - এই উক্তিটি উদ্ধরণ চিহ্ন এর মধ্যে থাকায় খুব সহজেই বোঝা যায় এই উক্তিটি একটি প্রত্যক্ষ উক্তি।