বাণিজ্য ব্যবসায়ের কোন ধরণের শাখা?
নোট
শিল্পে উৎপাদিত কোনো পণ্য বা সেবা সরাসরি গুদাম থেকে ভোক্তার হতে পৌঁছায় না। এজন্য গুদামজাতকরণ, পরিবহন থেকে শুরু করে নানা ধাপ পেড়োতে হয়, আর ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর এইসকল কার্যাবলিকে বাণিজ্য বলে। এজন্য বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বন্টনকারী শাখা বলা হয়।