বাজার সম্প্রসারণ সংক্রান্ত বাধা কিসের মাধ্যমে অপসারিত হয়?
                        
        নোট
বাজারজাতকরণ প্রসার বলতে বিজ্ঞাপনকেই বোঝানো হয়। এই বাজারজাতকরণ প্রসারের মাধ্যমেই ব্যবসায়ীগণ তাদের পন্যের প্রচার করতে পারে। যার ফলে ভোক্তাগণ তাদের পুনয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে আর এর ফলেই বাজার সম্প্রসারনের যে বাধা থাকে তা দূরীকরণ হয়।
