বাচ্য কত প্রকার?
নোট
বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে। একটি বাক্যকে বিভিন্নভাবে লেখা যেতে পারে। একেকভাবে লিখলে বাক্যটির মূল বক্তব্য একই থাকলেও, একেকবার একেকটি উপাদান অধিক প্রাধান্য পায়। একটি বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গিকেই বলে বাচ্য।
বাংলা ভাষায় ৩টি বাচ্য পাওয়া যায়। যথাঃ
১. কর্তৃবাচ্য,
২. কর্মবাচ্য ও
৩. ভাববাচ্য।