বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
নোট
ফখরুদ্দিন মুবারক শাহের মাধ্যমে সোনারগাঁয়ে স্বাধীনতার সূচনা হলেও ইলিয়াস শাহী বংশের সুলতানদের হাতে বাংলা (সমগ্র) প্রথম স্থিতিশীলতা লাভ করে। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ফখরুদ্দিন মুবারক শাহের রাজত্বকালে ১৩৪৫-৪৬ খ্রিস্টাব্দে বাংলাদেশে আসেন।