বাংলার কোন নবাব ইংরেজদের বাংলা থেকে বিতাড়নের চেষ্টা করেননি?
নোট
বাংলার নাজিম উদ্দিন আলী খান নবাব ইংরেজদের বাংলা থেকে বিতাড়নের চেষ্টা করেননি।
মীর জাফরের মৃত্যুর পর নাজিমুদ্দীন সুজা-উল-মুলুক (দেশের নায়ক), নাজাম-উদ-দৌলা (রাজ্যের স্টার), মহবত জং (যুদ্ধের বিভিষীকা) উপাধি গ্রহণ করে ১৫ বছর বয়সে ৫ই ফেব্রুয়ারি ১৭৬৫ সালে সিংহাসনে আরোহণ করেন। ১৭৬৫ সালের ২৩শে ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তাকে অনুমোদন দেয়। এরজন্য তাকে ₤১৪০,০০ ব্যয় করতে হয় এবং এটি কলকাতা কাউন্সিলের সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তাই সে ইংরেজদের বাংলা থেকে বিতাড়নের চেষ্টা করেননি।