বাংলাদেশে শীতকালে প্রধানত কোন জাতীয় শষ্য চাষের উপযোগী?
নোট
বাংলাদেশে শীতকালে প্রধানত রবি জাতীয় শষ্য চাষের উপযোগী।
রবিশস্য, রবি ফসল, চৈতালি ফসল বা রবিখন্দ শীতকালে রোপিত কৃষিজাত ফসল। চাষাবাদকৃত এ ফসল পরবর্তীতে গ্রীষ্মকালে উত্তোলন করা হয়। এ পরিভাষাটি আরবি শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ বসন্ত। রবিশস্য পরিভাষাটি ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি বসন্তকালীন ফসল হলেও ভারতীয় উপমহাদেশে প্রধানতঃ শীতকালীন ফসলরূপে আখ্যায়িত। হেমন্তকালে বীজ বুনে যে ফসল কৃষক বসন্তকালে ঘরে তোলে তা-ই রবিশস্য।