বাংলাদেশে কোন ধান সবচেয়ে বেশি উৎপাদিত হয়?
নোট
বোরো ধান বা বাসন্তিক ধান বাংলাদেশের ধানের একটি জাত। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশে আউশ ধান উৎপাদনের পরিমাণ ২৩.২৮ লক্ষ মেট্রিক টন। আমন ধান উৎপাদন হয় ১৩১.৯০ লক্ষ মেট্রিক টন। আর বোরো ধান উৎপাদনের পরিমাণ ১৯১.৯২ মেট্রিক টন। বোরো একটি শীতকালীন ধান ও রবিশস্য। উৎপাদনের সময়ের উপর ভিত্তি করে ধানের যে প্রধান তিনটি শ্রেনি রয়েছে বোরো ধান তাদের মধ্যে অন্যতম। বোরোর মৌসুমশুরু হয় আমনের মৌসুম শেষ হবার পরে। ধান রোপন শুরু হয় বাংলা কার্তিক (অক্টোবর-নভেম্বর) মাস থেকে এবং ধান কাটা চলে বাংলা বৈশাখ-জ্যৈষ্ঠ (এপ্রিল-জুন) মাস পর্যন্ত।