বাংলাদেশের সংবিধারনে রাষ্ট্র পরিচালনার মূল নীতি কয়টি?
নোট
১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে মূরনীতি ছিল - ১)ধর্মনিরেপেক্ষতা; ২)জাতীয়তাবাদ; ৩)গণতন্ত্র; ৪) সমাজতন্ত্র।
৭২ পরবর্তী বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি - ১)আল্লাহর উপর পূর্ণ আস্থা; ২)জাতীয়তাবাদ; ৩)গণতন্ত্র; ৪) সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন (সমাজতন্ত্র)।
২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর পর বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি - ১)ধর্মনিরেপেক্ষতা (ইসলামকে রাষ্ট্রধর্ম বহাল এবং অন্যান্য ধর্মের সমমর্যাদা নিশ্চিত করার বিধান); ২)জাতীয়তাবাদ; ৩)গণতন্ত্র; ৪) সমাজতন্ত্র।