বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি?
নোট
১৯৭২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত হয় "জাতীয় শিক্ষা কমিশন" সুপারিশমালা। এই কমিশনের সভাপতি ছিলেন কুদরাত ই খুদা। পরবর্তীতে এই রিপোর্টির নাম তার নাম অনুসারে "ড. কুদরাত ই খুদা শিক্ষা কমিশন রিপোর্ট" রাখা হয়। আর এটিই বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হিসেবে পরিচিত।