বাংলাদেশের দ্বিতীয় প্রধান শিল্প কোনটি?
নোট
বাংলাদেশের দ্বিতীয় প্রধান শিল্প কার্পাস বয়ন।
কার্পাস-বয়ন শিল্পে বিশুদ্ধ কাঁচামাল (তুললা) ব্যবহৃত হয়। ফলে এই শিল্প তুলা উৎপাদক অঞ্চলে বা বাজারের নিকটে বা যে-কোনাে অনুকূল স্থানে গড়ে উঠতে পারে। এইকারণে কার্পাস-বয়ন শিল্পকে 'শিকড়-আলগা শিল্প' বলা হয়।