বাংলাদেশের কোন অঞ্চলের মাটি খুব উর্বর?
নোট
বাংলাদেশের প্লাবন সমভূমি অঞ্চলের মাটি খুব উর্বর।
নিম্নপ্রবাহে প্রায়ই প্লাবনের ফলে নদীর দুই কূল ভেসে জলে ডুবে যায় এবং তাতে পলি সঞ্চিত হয়ে ক্রমশ যে পলিগঠিত সমভূমি সৃষ্টি হয়, তাকে প্লাবনভূমি (Flood Plain) বলে ।