বাংলাদেশের অধিকাংশ স্থান কোন ধরনের ভূমিরূপের অন্তর্গত?
নোট
বাংলাদেশের অধিকাংশ স্থান প্লাবন সমভূমি ভূমিরূপের অন্তর্গত।
নিম্নপ্রবাহে প্রায়ই প্লাবনের ফলে নদীর দুই কূল ভেসে জলে ডুবে যায় এবং তাতে পলি সঞ্চিত হয়ে ক্রমশ যে পলিগঠিত সমভূমি সৃষ্টি হয়, তাকে প্লাবনভূমি বলে।