বহিঃপরিবহন ও বহিঃফেরত রেওয়ামিলের কোন দিকে বসে?
নোট
বহিঃপরিবহন দ্বারা একটি ব্যয় বা খরচ হিসাবকে বোঝায়। যেহেতু যাবতীয় সকল ব্যয় বা খরচ হিসাবসমুহ ডেবিট তাই বহিঃপরিবহন রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। অন্যদিকে, বহিঃফেরত দ্বারা ক্রয় ফেরতকে বোঝায়। ক্রয় হিসাবটি ডেবিট কিন্তু ক্রয় ফেরত হিসাবটি ক্রেডিট। আর তাই এটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে।
অন্তর বড়ুয়া
খুব ভালো লাগছে