বর্ষা শেষে বাংলাদেশে কোন দূর্যোগ দেখা যায়?
নোট
বর্ষা শেষে বাংলাদেশে ঘূর্ণিঝড় দূর্যোগ দেখা যায়।
সাইক্লোনের স্যাটেলাইট ছবি থেকে দেখা যায়, প্রচণ্ড গতিবেগসম্পন্ন বাতাস কুণ্ডলীর আকারে ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ নিুচাপজনিত কারণে যখন প্রচণ্ড গতিবেগে ঘূর্ণনের আকারে বাতাস বয়- তাকেই সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে। আমেরিকাতে একে হারিকেন, দূরপ্রাচ্যের দেশগুলোতে টাইফুন এবং দক্ষিণ এশিয়াতে সাইক্লোন বলে।