বন্দুকের টোটাকে কীভাবে ভর্তে হতো?
নোট
বন্দুকের টোটাকে দাঁত দিয়ে কেটে ভর্তে হতো।
উনিশ শতকের প্রথম ভাগে গভর্নর-জেনারেল লর্ড ওয়েলেসলি যে রাজ্যবিস্তার নীতি গ্রহণ করেন, তার ফলে পরবর্তী দুই দশক ধরে ইংরেজরা ভারতে একের পর এক এলাকা দখল করতে থাকে। কোম্পানির প্রতি ভারতীয় শাসকবর্গের অধীনতামূলক মিত্রতা বা প্রত্যক্ষ সামরিক অভিযানের মাধ্যমে এই রাজ্যবিস্তার চলে। যুদ্ধে ব্রিটিশরা বন্দুকের টোটায় গরু ও শূকরের চর্বি মিশাতো। বন্দুকের টোটাকে দাঁত দিয়ে কেটে ভর্তে হতো।
