বড় সরালী পাখির বৈজ্ঞানিক নাম কি?
নোট
বড় সরালী পাখির বৈজ্ঞানিক নাম হল, Dendrocygna bicolor। বড় সরালী অ্যানাটিডি (Anatidae) গোত্র বা পরিবারের অন্তর্গত অত্যন্ত সুলভ এক প্রজাতির হাঁস। এদের আরেক নাম "রাজ শরালি"। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ১ কোটি ৮৭ লাখ বর্গ কিলোমিটার।