নোট
বঙ্গবন্ধু সেতু পৃথিবীর ১১তম (বর্তমানে ১২তম) দীর্ঘতম সেতু। এশিয়ার মধ্যে ৫ম এবং দঃ এশিয়ার মধ্যে ১ম। এই সেতু দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার ও প্রস্থ ১৮.৫০মিটার। যমুনা সেতু নির্মাণের জন্য প্রথম রাজনৈতিক ভাবে ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের ২১দফায় দাবি উত্থাপিত হয়। ১০ই এপ্রিল, ১৯৯৪ সালে খালেদা জিয়া সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ১৬ই অক্টোবর, ১৯৯৪ সালে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২৩ মার্চ, ১৯৯৮ সালে সেতুর নির্মাণের মূল কাজ শেষ হয়। ২৩শে জুন, ১৯৯৮ সালে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
সেতুর প্রধান প্রকৌশলী - স্টিভ পোলার্ড (ইংল্যান্ড)
সেতু নির্মাণকারী সংস্থা - হুন্দাই ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানি (কোরিয়া)
সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব - জ্যোমাইক (দঃ আফ্রিকা)
মোট ব্যয় - ৬৯৬ মিলিয়ন মার্কিন ডলার
অর্থ যোগানদানকারী - বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন ডলার, ADB ২০০ মিলিয়ন ডলার, OECF (Japan) ২০০ মিলিয়ন ডলার ও বাংলাদেশ সরকার ৯৬ মিলিয়ন ডলার।