বক্সারের যুদ্ধের সংঘর্ষের সূত্রপাত হয় কোথা থেকে?
নোট
বক্সারের যুদ্ধের সংঘর্ষের সূত্রপাত হয় পাটনা থেকে।
সংঘর্ষের সূত্রপাত হয় পাটনা থেকে। সেখানে এক ইংরেজ কর্মকর্তা এবং নওয়াব পরস্পরকে উত্তেজিত করে নিজেদের ধৈর্যচ্যুতি ঘটান। ১৭৬৩ সালের গ্রীষ্মে যুদ্ধ শুরু হয়। পরপর চারটি খন্ডযুদ্ধে নওয়াবের নতুন বাহিনী পরাজিত হয়। মীর কাসিম প্রথমে পাটনা ও পরে অযোধ্যায় পালিয়ে যান। অযোধ্যায় তিনি নওয়াব সুজাউদ্দৌলার সমর্থন লাভ করেন।