ফেসবুক (Facebook) এর প্রতিষ্ঠাতা কে?
নোট
ফেসবুক (facebook) হল, বিশ্ব সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট। মার্ক জাকারবার্গ ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুক প্রতিষ্ঠা করেন। মার্ক জাকারবার্গ হাভার্ড বিশ্ববিদ্যালয়ে ২য় বর্ষ চলাকালীন স্ময়ে ২০০৩ সালের ২৮ অক্টোবর ফেসবুকের পূর্বসরি 'ফেসম্যাস' তৈরি করেন। এতে তিনি হাভার্ডের ৯ টি হাউসের শিক্ষার্থীদের ছবি ব্যবহার করেন। ফেসম্যাস হতে অনুপ্রাণিত হয়েই মার্ক জাকারবার্গ ২০০৪ সালের জানুয়ারি মাসে একটি নতুন সাইটের কোড লেখা শুরু করেন। তারপর ফেব্রুয়ারি মাসে হাভার্ডের ডরমিটরিতে 'দ্যফেসবুক.কম' এর উদ্বোধন করেন। পরবর্তীতে ২০০৫ সালের আগস্ট মাসে 'দ্যফেসবুক ডট কম' এর নাম পরিবর্তন করে কোম্পানির নাম রাখা হয় শুধু ফেসবুক।