ফিনল্যান্ড এর রাজধানীর নাম কি?
নোট
হেলসিঙ্কি বা হেলসিংকি ফিনল্যান্ডের রাজধানী ও প্রধান শহর ও সর্বাধিক জনবহুল শহর। ফিনল্যান্ডের উপসাগরের তীরে অবস্থিত শহরটি দক্ষিণ ফিনল্যান্ডের ইউসিমার অঞ্চলের আসন।
হেলসিংকি তিনটি প্রধান অঞ্চলে বিভক্ত: হেলসিংকি ডাউনটাউন , উত্তর হেলসিংকি এবং পূর্ব হেলসিংকি। এর মধ্যে হেলসিংকি ডাউনটাউন ঠচ্ছে শহরতলির বিপরীতে রাজধানীর অপরিজ্ঞাত মূল অঞ্চল। প্রশিক্ষণে বিজনেস সেন্টার এবং শহরের কেন্দ্র শহর কেন্দ্র বলতে সাধারণত ক্লুভি, কাম্প্পি এবং পুনাভুরিকে বোঝায়।