ফরাসি অধিকৃত কোন ঘাঁটি ইংরেজরা প্রথম দখল করে?
নোট
ফরাসি অধিকৃত চন্দননগর ঘাঁটি ইংরেজরা প্রথম দখল করে।
১৭৫৭ খ্রিষ্টাব্দের পলাশীর যুদ্ধে বাংলার নবাবকে ফরাসি জেনারেল দ্যুপ্রে সহায়তা করেন। যুদ্ধে নবাবের পরাজয় হলে ব্রিটিশরা বাংলাতে স্থাপিত ফরাসিদের বাণিজ্য কুঠিসমূহ দখল করে নেয়।এর মধ্যে সর্বপ্রথম চন্দননগর দখল করে নেয়।