ফরাসিরা কোন যুদ্ধের অজুহাতে চন্দননগরের দুর্গ নির্মাণ শুরু করে?
নোট
ফরাসিরা দক্ষিনাত্য যুদ্ধের অজুহাতে চন্দননগরের দুর্গ নির্মাণ শুরু করে।
ফরাসি ভারত হচ্ছে ভারতীয় উপমহাদেশে ফরাসিদের ঔপনিবেশিকতার দরুন দখলকৃত এলাকা। ভারতবর্ষের পুদুচেরি (বর্তমান পডুচেরি), কারাইকাল, ইয়ানায়ন (বর্তমান ইয়ানাম), মালাবার উপকূলের মাহে এবং বাংলাতে চন্দননগর এলাকা ফরাসি ভারত এলাকা নামে পরিচিতি ছিল।