ফরাসিরা এদেশে এসেছিল কেন?
নোট
ফরাসিরা এদেশে এসেছিল ব্যবসায় বাণিজ্য করতে।
১৬শ শতকের শুরুতে ফরাসিরা ভারতবর্ষে আসার চেষ্টা করে। রাজা প্রথম ফ্রঁসোয়ার শাসনামলে দুটি বাণিজ্যিক জাহাজ ভারতবর্ষে আগমনের চেষ্টা করে। এরপর ১৭শ শতকে এসে ১৬০৪ খ্রিষ্টাব্দে সম্রাট ৪র্থ অঁরি সর্বপ্রথম ফরাসি পূর্ব ভারতীয় কোম্পানি গঠনের অনুমতি দেন। ১৬১৫ খ্রিষ্টাব্দের পর ফ্রান্স থেকে আগত দুটো জাহাজ ভারতবর্ষের সমুদ্রসীমায় নোঙর ফেলে। পরবর্তীতে একটি জাহাজ ফ্রান্সে প্রত্যাবর্তন করে।