ফররুখসিয়ার মুঘল সম্রাটদের মধ্যে কততম ছিলেন?
নোট
ফররুখসিয়ার মুঘল সম্রাটদের মধ্যে নবম ছিলেন।
জাহানদার শাহকে হত্যা করে ১৭১৩ খ্রিষ্টাব্দ থেকে ১৭১৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত মুঘল সম্রাট ছিলেন। সুদর্শন হলেও তিনি ছিলেন দূর্বল শাসক, তিনি সহজেই উপদেষ্টাদের দ্বারা প্রভাবিত হয়ে পরতেন। ফররুখসিয়ার চারিত্রিক ভাবে নিজে স্বাধীনভাবে রাজ্য শাসনে অক্ষম ছিলেন। তার রাজত্ব দেখা শোনা করতো সৈয়দ ভাতৃগণ, মুঘল শাসনের ছায়াতলে থেকে যারা রাজ্যের একটি বড় শক্তিতে পরিনত হয়েছিল।