প্লাবন সমভূমির বৈশিষ্ট্য কী?
নোট
প্লাবন সমভূমির বৈশিষ্ট্য বিস্তীর্ণ সমভূমি।
বাংলাদেশের প্রায় ৮০% নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। সমতল ভূমির নিচ দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার পানির সঙ্গে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে এ সমভূমি গঠিত হয়েছে। এ প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর।