প্রেসার কুকার কে আবিষ্কার করেন?
নোট
রবার্ট বয়েল (১৬২৭-১৬৯১) ছিলেন একজন এংলো-আয়ারল্যান্ডীয় প্রকৃতি দার্শনিক, রসায়নবিদ, পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক। রবার্ট বয়েল প্রেসার কুকার আবিষ্কার করেন। রবার্ট বয়েল বর্তমানে প্রথম আধুনিক রসায়নবিদ হিসেবে পরিচিত। তাই রবার্ট বয়েল পরিচিত আধুনিক রদায়নের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পরীক্ষামূলক বিজ্ঞান পদ্ধতি এর অন্যতম জনক হিসেবে। তিনি বয়েলের সুত্রের জন্য বেশি পরিচিত। যা স্থির তাপমাত্রায় আবদ্ধ অবস্থায় পরম চাপ ও আয়তনের মধ্যে ব্যস্তনুপাতিক সম্পর্ক বর্ননা করে।