বিশ্বের প্রথম মাইক্রোপ্রোসেসর কোন প্রতিষ্ঠান আবিষ্কার করেন?
নোট
১৯৭১ সালের নভেম্বরে ইন্টেল কর্পোরেশন নামের একটি কোম্পানি মার্কেটে নিয়ে আসে সিঙ্গেল চিপের মাইক্রো প্রসেসর 'Intel 4004'। এটা তৈরির পেছনে যাঁদের সবচেয়ে বেশি অবদান ছিল, তারা হলেন ইন্টেল ইঞ্জিনিয়ার ফেডেরিকো ফগিন, টেড হফ ও স্ট্যান মেজর। এটা আবিষ্কারে ফলেই ছোট হতে থাকে ইলেকট্রনিক পণ্য,বিশেষ করে কম্পিউটারের আকার। কারণ এই ইন্ট্রিগেট চিপের ফলে ছোট হতে থাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, মেমোরি ও ইনপুট-আউটপুট কন্ট্রোল।