প্রত্যক্ষ উক্তির ‘আগামী কাল’ পরোক্ষ উক্তিতে কী হয়?
নোট
যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়, তাকে প্রত্যক্ষ উক্তি বলে। প্রত্যক্ষ উক্তির ‘আগামী কাল’ পরোক্ষ উক্তিতে পরের দিন হয়।
নিম্নোক্ত সর্বনাম ও কালসূচক পদগুলো উল্লিখিতভাবে পরিবর্তন করতে হবে :
প্রত্যক্ষ উক্তিতে | পরোক্ষ উক্তিতে | প্রত্যক্ষ উক্তিতে | পরোক্ষ উক্তিতে |
এই | সেই | গত কাল | আগের দিন |
ইহা | তাহা | গত কল্য | পূর্ব দিন |
এ | সে | ওখানে | ঐখানে |
আজ | সে দিন | এখানে | সেখানে |
আগামীকাল | পর দিন | এখন | তখন |