প্রতিটি লেনদেন কী উৎপাদন করে?
নোট
প্রতিটি লেনদেন দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল উৎপাদন করে । এ কথাটির অর্থ হল, প্রতিটি লেনদেনে বিপরীতমুখী একটি ডেবিট ও একটি ক্রেডিট হিসাব থাকবে কিন্তুু বিপরীতমুখী হিসাবসমূহের অর্থের পরিমান সর্বদা সমান হবে। এই প্রক্রিয়াটি সম্পাদিত হইয় দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে।