পোল্যান্ড এর রাজধানীর নাম কি?
নোট
ওয়ারশ বা স্থানীয় পোলীয় ভাষায় ভারশাভা (পোলীয় ভাষায়: Warszawa)পূর্ব ইউরোপের রাষ্ট্র এবং পোল্যান্ডের বৃহত্তম শহর।
১৫৯৬ সাল থেকে চার শতাব্দীরও বেশি সময় ধরে দেশটির রাজধানী। প্রশাসনিকভাবে এটি দেশটির মাজোভিয়েৎস্কিয়ে প্রদেশের রাজধানী ও মাজোভিয়া অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র।