পোলিও টিকা কে আবিষ্কার করেন?
নোট
জোনাস সল্ক (১৯১৪-১৯৯৫) ছিলেন একজন মার্কিন মেডিকেল গবেষক এবং ভাইরাসবিদ। জোনাস সল্ক প্রথম পোলিও টিকা আবিষ্কার করেন। এই পোলিও টিকাতে জোনাস সল্ক অক্রিয় পোলিও ভাইরাস ব্যবহার করেন। জোনাস সল্ক এই টিকায় বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত এক ধরণের বিশেষ কোষ ব্যবহার করেন। ১৯৫২ সালে জোনাস সল্ক সর্বপ্রথম এই টিকার পরীক্ষা চালান। পরবর্তীতে ডাঃ টমাস ফ্রান্সিস জুনিয়র ১৯৫৫ সালে পুরো বিশ্বে পোলিও টিকার কথা ঘোষণা করেন।