নোট
লিমা (স্পেনীয়: Lima) দক্ষিণ আমেরিকার রাষ্ট্র পেরুর রাজধানী ও বৃহত্তম শহর। এটি দেশটির সংস্কৃতি, ব্যবসায়িক কর্মকাণ্ড ও শিল্পখাতের প্রধান কেন্দ্র।
হত্তর লিমা এলাকাতে কাইয়াও নামের একটি সামুদ্রিক বন্দর আছে, যেটি প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত। কাইয়াও পেরুর ব্যস্ততম সমুদ্রবন্দর।
যদিও লিমা শহরটি ক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত, প্রশান্ত মহাসাগরীয় শীতল পেরু সমুদ্রস্রোতের সুবাদে এর জলবায়ু নাতিশীতোষ্ণ।
১৭৪৬ সালে একটি ভূমিকম্পে লিমা প্রায় ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। পরবর্তীতে শহরটিকে পুনরায় নির্মাণ করা হয়। ১৮১২ সালে পেরু স্বাধীনতা লাভ করলে লিমা স্বাধীন পেরুউ রাষ্ট্রের রাজধানীতে পরিণত হয়। ১৯শ শতকে লিমার কলেবর বহুগুণ বৃদ্ধি পায়। ২০শ শতকে শহরের জনসংখ্যা অনেক বৃদ্ধি পায়; বর্তমানে পেরুর এক-চতুর্থাংশ জনগণই লিমা মহানগর এলাকাতে বাস করে।