পেইটিএম (Paytm) এর প্রতিষ্ঠাতা কে?
নোট
পেইটিএম হল, একটি ভারতীয় বহুজাতিক প্রযুক্তি সংস্থা যা ভারতের উত্তর প্রদেশের নোইডায় অবস্থিত। ডিজিটাল ওয়ালেট, ই-বাণিজ্য, পেমেন্ট সিস্টেম এবং আর্থিক প্রযুক্তি ইত্যাদি এই কোম্পানিতে অন্তর্ভুক্ত। বিজয় শেখর শর্মা (জন্মঃ ১৯৭৩) ২০১০ সালে পেইটিএম (Paytm) প্রতিষ্ঠা করেন। পেইটিএম প্রথমদিকে শুধু মোবাইলে টাকা রিচার্জ করা গেলেও, ধীরে ধীরে বিদ্যুৎ বিল দেয়া, বাস টিকেট বুক করা, টাকা লেনদেন করা ইত্যাদি সুবিধা যোগ হয় এবং পেটিএম সাধারণ মানুষের মাঝে দারুন জনপ্রিয়তা পেতে শুরু করে।