পৃথিবীর গতি কয় প্রকার?
নোট
পৃথিবীর গতি ২ প্রকার।
পৃথিবীর গতি দুই প্রকার। যথাঃ আহ্নিকগতি ও বার্ষিক গতি। পৃথিবী নিজ অক্ষে লাটিমের মত সর্বদা ঘূর্ণায়মান। প্রায় ২৪ ঘন্টায় একবার পুর্ন পাক খায়। একে আহ্নিকগতি বলে। আর, পৃথিবী সূর্যের চারপাশে নিজ কক্ষ পথ ধরে ঘুরছে। এটি বার্ষিক গতি। প্রায় ৩৬৫ দিনে একবার সুর্যের চারপাশে ঘুরে আসে পৃথিবী।