পূ্র্ণিয়ার যুদ্ধে নিহত হন কে?
নোট
পূ্র্ণিয়ার যুদ্ধে নিহত হন শওকত জঙ্গ।
পিতা সৈয়দ আহমদ খান সওলত জং-এর মৃত্যুর পর ১৭৫৬ খ্রিষ্টাব্দের ২৭ মার্চ তিনি পূ্র্ণিয়ার নায়েব নাযিম নিযুক্ত হন। তিনি পূ্র্ণিয়ার যুদ্ধে নিহত হন। তার উত্তরসূরি ছিলেন মোহনলাল। তার পূর্বসূরি ছিলেন সৈয়দ আহমদ খান সওলত জং।